Surprise Me!

৩৫ বিঘা জমির ওপর কাঁকড়ার খামার করেছেন সাকিব | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি এলাকায় একটি কাঁকড়ার খামার গড়ে তুলেছেন সাকিব। যার নাম দিয়েছেন ‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড’। ৩৫ বিঘা জমির ওপর এই কাঁকড়ার খামার গড়ে তুলেছেন তিনি।<br /><br />‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন তৌফিক রহমান। সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা হয় তার।<br /><br /><br />নিউজটি পড়তে ক্লিক করুন-https://www.jagonews24.com/country/news/536783

Buy Now on CodeCanyon